বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led04রাজনীতিসোনারগাঁ

এমপি খোকার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ডাঃ বিরুর প্রশ্ন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ৩ আসনের বর্তমান সাংসদ লিয়াকত হোসেন খোকার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু)।

ডাঃ বিরু বলেছেন, ‘আপনি স্কুলের গন্ডি পার হননি। আপনি রাজনীতি কি বুঝাবেন? পর্যটন, রাস্তাঘাট, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় সোনারগাঁয়ের কি উন্নয়ন করেছেন? পার্শ্ববর্তী আড়াইহাজারে যান কিভাবে উন্নয়ন হয়েছে তা দেখেন। সাংসদ একেএম শামীম ওসমান ভাই কিভাবে উন্নয়ন করেছেন তা দেখেন।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার দয়ায় এমপি হয়ে ওনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন। তাই, তৃণমূল নেতা-কর্মীদের কথা ভেবে সোনারগাঁ আসনে নৌকার মনোনয়ন দিতে প্রাণপ্রিয় নেত্রীকে অনুরোধ জানাচ্ছি। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্য এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি।

বৃহস্পতিবার (৩১ আগস্ট)দুপুরে বারদী খেলার মাঠে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন যুবলীগের আয়োজনে এক আলোচনা সভায় ডাঃ বিরু এমন বক্তব্য রাখেন।

RSS
Follow by Email