বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led05রাজনীতিসোনারগাঁ

এমপি খোকার পক্ষে গণসংযোগ, আবারো নির্বাচিত করার প্রতিশ্রুতি

লাইভ নারায়ণগঞ্জ: জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনরাগাঁ) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকার পক্ষে গণসংযোগ করা হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত সোনরাগাঁ উপজেলার মোগরাপাড়া ও বারদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই গণসংযোগ করা হয়।

এসময় এমপি খোকাকে আবারো নির্বাচিত করার প্রতিশ্রুতি দেয় স্থানীয় সাধারণ জনগন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন- জাতীয় মহিলা পার্টি প্রধান উপদেষ্টা মিসেস ডালিয়া লিয়াকত, বিশিষ্ঠ সমাজ সেবক মনির হোসেন প্রধান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জাবেদ রায়হান, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ফয়সার ভুইয়াসহ জেলা ও উপজেলা জাতীয় পার্টি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

RSS
Follow by Email