বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
Led05জেলাজুড়েবন্দররাজনীতি

এমএ রশিদের জন্য মানুষের দ্বারে দ্বারে এহসান চেয়ারম্যান

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বন্দর উপজেলার চেয়ারম্যান প্রার্থী এমএ রশিদকে সমর্থনে দিয়ে প্রচার প্রচারণা করেছেন, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ। শুক্রবার (২৭ এপ্রিল) বিকালে বন্দর ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওর্য়াডে পৃথক ৩টি উঠান বৈঠক করেছেন।

এ সময় বন্দর ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওর্য়াডের বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে গিয়ে, বর্তমান চেয়ারম্যান এমএ রশিদকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য অনুরোধ করেছেন।

বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ বলেন, বন্দর উপজেলাবাসীকে আমার সালাম জানাই। আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনের, সৎ যোগ্য ও নিষ্ঠাবান বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ ভাইকে দোয়াত কলম মার্কায় ভোট দিবেন। তাকে ভোট দিয়ে বন্দর উপজেলায় উন্নয়ণের ধারা অব্যহত রাখার সুযোগ দেন।

RSS
Follow by Email