মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
রাজনীতি

এবার নির্বাচনের মাঠে সরব থাকবে ইসলামী সমমনা দলগুলো: মুফতি মাসুম বিল্লাহ

লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ ঘোষণা করেছেন যে, আগামী জাতীয় নির্বাচনে ‘ওয়ান বক্স পলিসিতে’ ইসলামী সমমনা দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে সরব থাকবে।

সোমবার (১০ নভেম্বর) ২২ নং ওয়ার্ড কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, শান্তিকামী মুক্তিকামী মানুষের একটাই প্রত্যাশা যে, বাংলাদেশের ইসলামী দলগুলো একটি প্লাটফর্মে আসুক। সেই প্রত্যাশাকে যথাযথ মূল্যায়ন করে এবার নির্বাচনের মাঠে সরব থাকবে ইসলামী সমমনা দলগুলো।

তিনি বলেন, জনগণ আর কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে না।

মুফতি মাসুম বিল্লাহ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “এবার ইসলামের বিজয় হবে, ইনশাআল্লাহ।”

মতবিনিময় সভায় এসময় আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি নুর হোসেন সহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

RSS
Follow by Email