এবারের বৈশাখ একটু কালারফুল হবে: এসপি
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, সমস্ত প্রোগ্রামে আমাদের পুলিশের একটি নিরাপত্তা ব্যবস্থা থাকে। পহেলা বৈশাখ যেহেতু আমাদের একটি স্পেশাল পোগ্রাম বাঙালী সংস্কৃতির, তাই স্পেশালী ডিউটি থাকবে আমাদের।
রবিবার (১৩ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে, পহেলা বৈশাখ’র উৎসবকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা নিশ্চিত করণে সাংবাদিকদের সাথে এক মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসপি প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ইতোমধ্যে আমাদের ডিউটি ভাগ করা হয়ে গেছে। আমাদের সাদা পোশাকে পুলিশ থাকবে ও পোশাকধারী পুলিশও থাকবে। একটু যানজট পোহাতে হবে, উৎসবের জন্য এইটুকু ভোগান্তি নগরবাসী মেনে নিবে বলে আমার বিশ্বাস। অন্যান্য সময়ের থেকে এবারের বৈশাখ একটু কালারফুল হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, র্যাব-১১ অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।