এন.ডি.এফ.এ ফুটবল টুর্নামেন্টের ৩য় দিনে মদনগঞ্জ ও বন্ধনের জয়লাভ
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ‘এন.ডি.এফ.এ একাডেমী কাপ অ-১৫ ফুটবল চ্যাম্পিয়ণশিপ ২০২৫’ এর ৩য় দিনে ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ওসমানী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য গোলাম গাউছের পৃষ্ঠপোষকতায় খেলা শুরু হয়।
প্রথম খেলায় মদনগঞ্জ ফুটবল একাডেমী ৫-১ গোলে হারিয়েছে চান্দু স্পোর্টিং ক্লাবকে। মদনগঞ্জের পক্ষে আব্দুল আজিজ ওয়াছি হ্যাটট্রিক করেন। আব্দুর রাহিম ও সামির আহম্মেদ ১টি করে গোল করেন। চান্দু স্পোর্টিং ক্লাবের পক্ষে ১টি গোল করেন আবু সাইদ। দিনের ২য় খেলায় ১ গোলে পিছিয়ে পড়েও ৪-১ গোলে বন্ধন ফুটবল কোচিং সেন্টার হারিয়েছে কাশিপুর ফুটবল কোচিং সেন্টারকে। বিজয়ী দলের পক্ষে নিয়াজুল,তাহমিদ,আদনান ও অমিত ১টিকরে গোল করেন। কাশিপুরের পক্ষে গোল করেন আব্দুল্লাহ। আগামীকাল (শুক্রবার) টুর্নামেন্টের আরও ২ টি খেলা অনুষ্ঠিত হবে।