এন.ডি.এফ.এ কাপ: বঙ্গবীর সংসদ ও না.গঞ্জ ফুটবল একাডেমি সেমিফাইনালে
লাইভ নারায়ণগঞ্জ: এন.ডি.এফ.এ একাডেমী কাপ ফুটবল টুনার্মেন্টে সেমিফাইনালে পৌছে গেছে বঙ্গবীর সংসদ ও নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি। রবিবার (৫ জানুয়ারি) ওসমানী পৌর স্টেডিয়ামে টুনার্মেন্টের ৬ষ্ঠ দিনে মোট দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
প্রথম খেলায় বঙ্গবীর সংসদ ফুটবল একাডেমি ৩-০ গোলে গাবতলী ফুটবল কোচিং সেন্টারকে পরাজিত করে সেমিতে উঠেছে। বঙ্গবীরের পক্ষে নাসির উদ্দিন এহসান ২টি এবং শান্ত ১টি করে গোল করেন। দিনের ২য় খেলায় নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি ৫-০ গোলে ব্রাদার্স ইউনিযন ফুটবল একাডেমিকে শোচনীয়ভাবে পরাজিত করে সেমিতে উঠেছে।
ম্যাচে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির শিশির হ্যাটট্রিক করেন। তাওহিদ ও অপু করেন ১টি করে গোল। লীগ পর্যায়ের খেলা শেষে সেমিফাইনালে খেলবে মদনগঞ্জ ফুটবল একাডেমি ও বঙ্গবীর সংসদ ফুটবল একাডেমি এবং বন্ধন ফুটবল কোচিং সেন্টার ও নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি