মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
Led05ক্রীড়া

এন.ডি.এফ.এ একাডেমী কাপ: গোগনগরের জয়, বন্ধন সেমিফাইনালে

লাইভ নারায়ণগঞ্জ: ‘এন.ডি.এফ.এ একাডেমী কাপ অ-১৫ ফুটবল চ্যাম্পিয়ণশিপ ২০২৫’ এর ৫ম দিনে ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জানুয়ারি) ওসমানী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য গোলাম গাউছের পৃষ্ঠপোষকতায় ওই আয়োজন করা হয়।

দিনের প্রথম খেলায় গোগনগর ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র ৫-০ গোলে চান্দু স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। গোগনগরের পক্ষে রিদোয়ান ২টি এবং আবিদ,সোহাগ ও বদর উদ্দিন ১টি করে গেআল করেন। দিনের ২য় খেলাটি ছিল গুরুত্বপূর্ণ। যারা জিতবে তারাই সেমিতে উঠবে। এমন সমীকরণে বন্ধন ফুটবল কোচিং সেন্টার ৪-০ গোলে সিরাজদৌল্লা ক্লাব ফুটবল একাডেমিকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। বিজয়ী দলের পক্ষে অমিত ২টি এবং শুভজিৎ ও তাহমিদ ১টি করে গোল করেন।

RSS
Follow by Email