এনায়েতনগরের চেয়ারম্যান আসাদুজ্জামান কেরানীগঞ্জে গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর কেরানীগঞ্জ থেকে র্যাব-১১-এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
আসাদুজ্জামান ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি’র দায়িত্ব পালন করেছেন। তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ বেশ কয়েকটি মামলায় আসাদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।