শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
জেলাজুড়েরাজনীতিসদর

এনসিসির ১৫ নং ওয়ার্ডে সেলিম ওসমানের সমর্থনে উঠান বৈঠক

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী একেএম সেলিম ওসমানের সমর্থনে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডে উত্তর ও দক্ষিণ র‍্যালী বাগান পঞ্চায়েত কমিটির আয়োজনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

তরুণ সমাজ সেবক মো. মাকসুদ হোসেন রকির উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোহাম্মদ জুয়েল হোসেন ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি। এলাকার প্রবীণ ব্যক্তিত্ব আমানুল্লাহ আমানের সভাপতিত্বে উত্তর রেলিবাগান পঞ্চায়েত কমিটির সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক মো. হোসেন, দক্ষিন রেলিবাগান পঞ্চায়েত কমিটির সভাপতি গাজী সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সোনার বাংলা ক্ষুদ্র জুট ব্যবসায়ী সমিতির সভাপতি -জাহিদ হোসেন সহ উভয় কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা উপস্থিত ভোটারদের সেলিম ওসমানের পক্ষে আগামী ৭ই জানুয়ারী লাঙ্গল প্রতীকে ভোট দিতে উৎসাহিত করেন।

RSS
Follow by Email