এনসিসির নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা কমিটিতে সাংবাদিক নেয়ামত
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সাংবাদিক মোহাম্মদ নেয়ামত উল্লাহ। সিটি করপোরেশনের প্রশাসক এএইচএম কামরুজ্জামানকে সভাপতি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনকে সদস্য সচিব করে এই ৩৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সূত্র জানায়, এই কমিটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে কাজ করবে। এর মধ্যে রয়েছে নগর পরিকল্পনা, নাগরিক সেবার মানোন্নয়ন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা এবং নারীর ক্ষমতায়ন। কমিটি এসব বিষয়ে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে ভূমিকা রাখবে।