সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫
Led04সদর

এনসিসি‘র অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদের আনন্দ সম্মিলন অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদের আনন্দ সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা মফিজুল হক ও সঞ্চালনায় ছিলেন সুমিত রায়। এতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রায় ২৮৯ জন অস্থায়ী কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদের ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সভাপতি অনুপ চক্রবর্তী, সহ সভাপতি হাফিজ কবির, সুমিত রায়, মো. লুতফর রহমান মোহন, সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান শান্ত, সহ সাধারণ সম্পাদক নিজ্জল। কমিটিতে সাংগঠনিক সম্পাদক আলী সাবাব টিপু,সহ সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ, আইন সম্পাদক শহীদুল ইসলাম, ক্রিড়া বিষয়ক সম্পাদক আমীর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মাসুদ লাল। প্রচার সম্পাদক রমজান আলী শিকদার, সহ. প্রচার সম্পাদক মাসুম শিকদারের নাম ঘোষণা করা হয়।

নব নির্বাচিত কমিটি আগামীতে চাকুরী স্থায়ীকরন এবং যোগদান বা নিয়োগ পত্রসহ বিভিন্ন দাবী আদায়ের জন্য কাজ করবেন বলে জানান। অনুষ্ঠানে কমিটি ঘোষণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‍্যাফল ড্রয়ের মাধ্যমে শেষ হয়।

RSS
Follow by Email