বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫
Led04অর্থনীতি

এনসিসিকে ড্রেনের কাজ দ্রুত শেষ করতে চেম্বার অব কমার্স’র অনুরোধ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে চিঠি দিয়ে কালীরবাজার ও ফ্রেন্ডস মার্কেটসহ শহরের ড্রেনের কাজ দ্রুত শেষ করতে অনুরোধ জানিয়ে, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। বুধবার (৫ মার্চ) এক বার্তায় চিঠি প্রেরণ ও প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে চেম্বার অব কমার্স ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জাকির হোসাইন।

চিঠিতে চেম্বারের উল্লেখ করেন, চাষাঢ়া থেকে মন্ডলপাড়া, কালীরবাজারসহ শহরের প্রধান সড়কে ড্রেন নির্মাণ ও সংস্কার কাজ চলছে। এর ফলে সড়কে তীব্র যানজট ও জনগণের ভোগান্তি হচ্ছে। এর ফলে ব্যাবসা বানিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। এসময় চলমান সংকট সমাধানে ও ড্রেন নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করতে সিটি কর্পোরেশনকে অনুরোধ জানায় চেম্বার।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির প্রধান নির্বাহী হাবিবুর রহমান জানান, চিঠিটি সিটি কর্পোরেশনে দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জাকির হোসাইন জানান, আমরা চিঠি পেয়েছি। দ্রুত কাজ শেষ করতে নির্দেশনা দেয়া হয়েছে।, কাজ চলমান আছে।

RSS
Follow by Email