এনসিপি আহ্বায়ক নাহিদ না.গঞ্জে আসছেন বুধবার
লাইভ নারায়ণগঞ্জ: রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা আবুল কালামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আগামীকাল বুধবার (৫ নভেম্বর) সকালে নিহত কালামের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানাবেন এবং খোঁজখবর নেবেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) মুঠোফোনে এনসিপির দক্ষিণ অঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলিতে নিহত আবুল কালামের বাসায় আসবেন।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের নির্মাণাধীন অংশের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে সরাসরি আবুল কালামের (৩৫) ওপর। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
