এনডিএফএ একাডেমী কাপ: বন্ধন ফুটবল কোচিং সেন্টার ফাইনালে
লাইভ নারায়ণগঞ্জ: স্টেডিয়াম পাড়ায় অনুশীলন করা দু’দলের ম্যাচ। ম্যাচটি মর্যাদার। দু’দলেরই সমর্থক রয়েছে মাঠে। মর্যাদার লড়াইয়ে বন্ধন ফুটবল কোচিং সেন্টার ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীকে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ওসমানী পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত এনডিএফএ কাপ-অনুর্ধ-১৫ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধে কৌশল পাল্টায় বন্ধন ফুটবল কোচিং সেন্টার। আক্রমণে গতি বাড়ায়। ফলশ্রুতিতে পায় পেনাল্টি। ১৯ নম্বর জার্সিধারী অমিত স্পটকিকে গোল করেন ১-০। গোল শোধে চেষ্টা চালালেও সফল হয়নি নারায়ণগঞ্জ ফুটবল একাডেমী। উল্টো পিছিয়ে পড়ে বন্ধনের হয়ে প্রথম গোল করা অমিতের দৃষ্টিনন্দন গোলে ২-০। নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর গোলকিপারকে পরখ করেন বন্ধনের ৬ নম্বর জার্সিধারী আজমাইন ৩-০। ফাইনালে উঠে বন্ধন ফুটবল কোচিং সেন্টার। তারা ফাইনালে মুখোমুখি হবে মদনগঞ্জ ফুটবল একাডেমীর বিপক্ষে।