রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led04জেলাজুড়েফতুল্লাসোশ্যাল মিডিয়া

এতিমদের নিয়ে না.গঞ্জের জন্মদিন পালন করলেন ফেসবুক গ্রুপ ‘নারায়ণগঞ্জস্থান’

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের জন্মদিনে মাদ্রাসায়, এতিমখানায় দোয়া ও কোরআনের ক্ষুদ্র পাখিদের খাবারের আয়োজন করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ ‘নারায়ণগঞ্জস্থান’।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লায় দক্ষিন গোয়ালবন্দ , কাশিপুর খিল মার্কেট একালায় গাউসিয়া খলিলিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওই কর্মসূচি পালন করা হয়।

নারায়ণগঞ্জস্থান গ্রুপের এডমিন আরেফিন রওশন হৃদয় জানান, নারায়নগঞ্জ জেলার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার ‘Narayanganjistan’  গ্রুপের পক্ষ থেকে দক্ষিন গোয়ালবন্দ , কাশিপুর খিল মার্কেট , ফতুল্লায় অবস্থিত গাউসিয়া খলিলিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল এবং  ৫০ জন কোরআনের ক্ষুদ্র পাখিদের জন্য দুপুরের খাবারের আয়োজন সফল ভাবে সম্পন্ন  করতে পেরে আমরা আনন্দিত। আয়োজনের জন্য যারা অর্থায়ন করেছেন এবং যে সকল ভলেন্টিয়াররা আয়োজনটি সম্পন্ন করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি

RSS
Follow by Email