বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
গণমাধ্যম

এড. সুরাইয়া মতিনের মৃত্যুতে ফতুল্লা প্রেসক্লাবের শোক

লাইভ নারায়ণগঞ্জ: আইনজীবী সুরাইয়া মতিনের ইন্তেকালে শোক প্রকাশ করেছে ফতুল্লা প্রেসক্লাব। বুধবার (৩০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই শখ জ্ঞাপন করা হয়। এর আগে একই দিন ভোরে ইন্তেকাল করেন সুরাইয়া।

তিনি ফতুল্লা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম,এ,সামাদ মতিনের স্ত্রী। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন।

মরহুমার নামাজের জানাযা বুধবার জহুরের নামাজের পর ফতুল্লা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে ফতুল্লা চৌধুরী বাড়ী পারিবারিক কবস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আইনজীবী সুরাইয়া মতিনের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের সকল সদস্যদের পক্ষে প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম ও সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানান।

RSS
Follow by Email