মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
Led04ক্রীড়া

এজেডএম ইসমাইল বাবুলের মৃত্যুবার্ষিকীতে এনডিএফএ’র শ্রদ্ধা

স্পোর্টস করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার বরণ্য ক্রীড়া সংগঠক, জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) প্রতিষ্ঠাতা সদস্য, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি এজেডএম ইসমাইল বাবুলের ১ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ ডিএফএ।

নারায়ণগঞ্জ ডিএফএ জানায়, বরণ্য এই ক্রীড়া সংগঠক জেলার ফুটবল উন্নয়ণে অক্লান্ত পরিশ্রম করে গেছেন। জেলার অনেক ফুটবলার বিশেষ করে প্রমিলা ফুটবলারদের উন্নয়ণেও তাঁর ভুমিকা ছিল উল্লেখ করার মত।

মঙ্গলবার বাদ আছর স্টেডিয়াম সংলগ্ন মসজিদে তাঁর বিদেহী আত্নার কামনা করে মোনাজাত করা হয়। বরণ্য এই সংগঠক দীর্ঘদিন জেলা ক্রীড়া সংস্থার সদস্য, যুগ্ম সম্পাদক, সাধারণ সম্পাদকের মত গুরুত্বপূর্ণ পদেও দায়িত্বপালন করে জেলার খেলাধুলায় বিশেষ অবদান রেখে গেছেন।

RSS
Follow by Email