এজমালি সম্পত্তি দখলে নিতে বিরোধ: বৃদ্ধের ওপর হামলার অভিযোগ
লাইভ নারায়ণগঞ্জ, বন্দর করেসপন্ডেন্ট: ওয়ারিশকৃত এজমালি সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা নিয়ে বিরোধের জেরে আব্দুল খালেক (৫০) নামের এক বৃদ্ধের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ আব্দুল খালেক বন্দর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত শহিদুল্লাহ, আম্বিয়া, পনির, আরিফ ও আল্পনাসহ আরও কয়েকজন দীর্ঘদিন ধরে বাদী আব্দুল খালেকের ওয়ারিশকৃত এজমালি সড়ক জোরপূর্বক দখল করার চেষ্টা করে আসছিলেন।
অভিযোগ অনুযায়ী, চলতি মাসের ২৫ সেপ্টেম্বর দুপুরে বাদী আব্দুল খালেক বাসা থেকে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হলে অভিযুক্তরা তাকে গালিগালাজ ও মারমুখী আচরণ করেন। আব্দুল খালেক তাদের বাধা দিলে অভিযুক্ত শহিদুল্লাহ, পনির ও আরিফ তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন। এসময় স্থানীয় প্রতিবেশী রাজু আহম্মেদ (৩৬) তাকে রক্ষা করতে গেলে অভিযুক্তরা তার বাম হাতে আঘাত করে রক্তাক্ত করে।
এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ওয়ার্ড মেম্বার নিয়ে বিচার সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের কথা হয়। তবে, অভিযোগকারী জানান, পরদিন ২৬ সেপ্টেম্বর বেলা ১১টায় সালিশের উদ্দেশ্যে যাওয়ার পথে অভিযুক্তরা আবারও তার ওপর হামলা চালায়।
ভুক্তভোগী আব্দুল খালেক বলেন, “আমি বয়স্ক মানুষ। এই মুহূর্তে কারও সাথে আমার মারামারি কিংবা কোনো প্রকার ঝগড়া করার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই। আমি চেয়েছিলাম সালিশের মাধ্যমে একটা সমাধানে আসতে। কিন্তু বিবাদীরা সালিশে না গিয়ে জোর খাটিয়ে আমার ওয়ারিশকৃত এজমালি সম্পত্তি দখলের পায়তারা করছে।”
তিনি কোনো উপায় না পেয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ বলেন, “অভিযোগ হাতে পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে এসেছি। বর্তমানে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
