বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
Led03শিক্ষাসোশ্যাল মিডিয়া

এক যুগ পূর্তিতে আই.ই.টি স্কুলের ব্যাচ ১২’র ইফতারের আয়োজন

লাইভ নারায়ণগঞ্জ: আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১২ এর এক যুগ পূর্তি উপলক্ষে ইফতার মাহফিল ও মিলন মেলার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ ) বিকেলে বিদ্যালয়ের নগরীর মেলা ফুড জোন রেস্টুরেন্ট ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় আসিফ, মাহমুদুল হাসান মৃদুল, মেহেদী হাসান মৃদুল, মাহফুজের ডাকে সাড়া দিয়ে ইফতার মাহফিলে অংশগ্রহণ করে আই,ই,টি সরকারী উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ২০১২ ব্যাচের শিক্ষার্থীরা।

ইফতার মাহফিলে দেশ ও সমাজের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠান সম্পর্কে আয়োজক কমিটি জানায়, আয়োজন সফল হয় তখনই যখন আমাদের সেই চিরচেনা বন্ধুদের পুরনো মুখগুলো দেখতে পাই। তাই এবারও বলবো সফলভাবেই শেষ করতে পেরেছি আমাদের এ আয়োজন। সময়ের সাথে সাথে আজ সবাই ব্যস্ত। সবার সাথে সবার আজ দেখা হয় না। তাই সবাইকে মিলিত করার জন্য প্রতিবছর আমাদের এ আয়োজন থাকে। ইনশাআল্লাহ সামনের দিকেও আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে।

RSS
Follow by Email