এক মাসের অচলাবস্থা কাটিয়ে প্রাণ ফিরেছে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে
# স্যার-শিক্ষার্থীরা মিলে সুন্দর শিক্ষাঙ্গণ তৈরী করবো: শিক্ষার্থী
# শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক: প্রফেসর আবুল কালাম আজাদ
# আস্তে আস্তে শিক্ষাঙ্গণের পরিবেশ ফিরে আসছে:প্রফেসর বিমল চন্দ্র দাস
লাইভ নারায়ণগঞ্জ: এক মাসের অচলাবস্থা কাটিয়ে নারায়ণগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ থেকে খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। প্রাথমিক বিদ্যালয়গুলোও পুরোদমে চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। স্বতঃস্ফূর্ত ভাবেই শিক্ষার্থীরা উপস্থিত হয়ে পাঠদান গ্রহন করেছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট থেকে অনেক প্রতিষ্ঠানে ক্লাস হচ্ছিল। তবে উপস্থিতি কম ছিল। অনেকের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তার শঙ্কা ছিল। পরিস্থিতি ক্রমে স্বাভাবিক হয়ে আসায় আজ থেকে স্কুল-কলেজে যথারীতি ক্লাস হবে।
এদিকে, এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর শুরু হবে। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষাণ্মাসিক মূল্যায়ন বা প্রচলিত অর্থে অর্ধবার্ষিক পরীক্ষা চার দিন মূল্যায়ন কার্যক্রম হওয়ার পর তা আটকে যায়। কবে ষাণ্মাসিক মূল্যায়ন শুরু হবে তা নিশ্চিত নয়।
সরকারি মহিলা কলেজের কয়েকজন শিক্ষার্থী লাইভ নারায়ণগঞ্জকে বলেন, আমরা অনেকদিন বিচ্ছিন্ন ছিলাম। এখন কলেজ খোলায় আমরা আবার একসাথে হয়েছি। মনে হয় আবার সেই কলেজ লাইফ ফিরে পেয়েছি। এখন টিচাররাও অনেক ভালো ব্যবহার করছে। কয়েকদিন যাবত ভালোই ক্লাস করছি। এখানে শিক্ষার পরিবেশটা অনেক ভালো, আমরা নতুন ভাবে আমাদের শিক্ষাঙ্গন পেয়েছি।
সরকারি তোলারাম কলেজের কয়েকজন শিক্ষার্থী লাইভ নারায়ণগঞ্জকে বলেন, অনেকদিন পর শিক্ষাপ্রতিষ্ঠানে এসে ভালোই লাগছে। স্যার-ম্যামরা আমাদের সাথে এক নতুন সম্পর্ক স্থাপন করেছেন। আমরা বেশ কয়েকদিন রাজপথে থেকে আন্দোলন করেছি, এবং দেশকে স্বাধীন করেছি। তাই নতুন এক জীবনে আমার কলেজ লাইফে ফিরে এসেছি এটা খুব ভালো লাগছে। আমাদের আশা থাকবে স্যার ও শিক্ষার্থীরা মিলে একটু সুন্দর শিক্ষাঙ্গণ তৈরী করবো।
সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ বলেন, একটা অসস্থিকর পরিস্থিতি থেকে এসে আমরা সুন্দর একটা শিক্ষার পরিবেশ পেয়েছি। আজ শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। আমাদের শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক। উচ্চমাধ্যমিক পর্যায়ে উপস্থিতি বেশী সন্তোষজনক। অনার্স ক্লাসের উপস্থিতি একটু কম আছে। আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাস গত ৮ আগস্ট থেকেই শুরু হয়েছে। শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে চমৎকার ব্যবহার করছে। সব মিলিয়ে বলতে পারি শিক্ষা আর্দশ বিরাজমান আছে কলেজে।
তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাস বলেন, ঢাকা বোর্ডের নির্দেশ অনুযায়ি আমরা চলতি মাসের ৮ আগস্ট ক্লাস শুরু করে দিয়েছি। আমাদের ছাত্ররা দীর্ঘদিন ট্রাফিকের দায়িত্বে ছিলো। যার ফলে তারা নিয়মিত ক্লাস করতে পারে নাই। এমনিতে শিক্ষা যাবতীয় কার্যক্রম চালু হয়ে গেছে। আস্তে আস্তে শিক্ষাঙ্গণের পরিবেশ ফিরে আসছে।