মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
Led02পরিবহনসদর

এক নম্বর গেট থেকে দুই নম্বর গেট সড়ক সংকোচনের সিদ্ধান্তে ক্ষোভ, আন্দোলনের হুমকি

লাইভ নারায়ণগঞ্জ: শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত কদমরসুল সেতুর জন্য বাংলাদেশ রেলওয়েকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪ ফুট সড়ক ছেড়ে দেওয়ার একটি সমঝোতা স্মারক (MoU) সম্প্রতি জনসমক্ষে আসায় নারায়ণগঞ্জে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ২০২৩ সালের ১৮ এপ্রিল স্বাক্ষরিত এই স্মারক অনুযায়ী, রেলওয়ের জমিতে সেতু নির্মাণের বিনিময়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এক নম্বর রেলগেট থেকে দুই নম্বর রেলগেট পর্যন্ত (সোহরাওয়ার্দী সড়ক) ১৪ ফুট রাস্তা রেলওয়েকে দেবে। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয়রা, এটিকে ‘আত্মঘাতী’ আখ্যা দিয়ে আন্দোলনের হুমকি দিয়েছেন।

রেলস্টেশন, নদীবন্দর, বাস টার্মিনাল এবং দেশের বৃহত্তম রং-সুতার বাজার টানবাজারে যাওয়ার একমাত্র প্রধান সড়ক হলো সোহরাওয়ার্দী সড়ক। এছাড়া শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়, বন্দরের সঙ্গে যোগাযোগের জন্যও এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন জনগুরুত্বপূর্ণ একটি সড়ক ১৪ ফুট সংকুচিত করার সিদ্ধান্তে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের নাগরিক সমাজ।

নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সিদ্ধান্ত নারায়ণগঞ্জবাসীর জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত। এমনিতেই কদমরসুল সেতুর পশ্চিমাংশের র‌্যাম্প নারায়ণগঞ্জ কলেজের সামনে হলে ভয়াবহ দুর্ভোগ তৈরি হবে বলে সচেতন নাগরিকরা মনে করছেন। এর উপর সোহরাওয়ার্দী সড়ক ১৪ ফুট সংকুচিত হলে পুরো শহর অচল হয়ে পড়বে। বর্তমানেই সোহরাওয়ার্দী সড়কে যানজট নিত্যদিনের ঘটনা। ঢাকাগামী বাস রাস্তার দক্ষিণপাশে রেখে যানচলাচল ব্যাহত করছে। এর মধ্যে সড়কটি আরও ১৪ ফুট সংকুচিত হলে তা কার্যত একমুখী সড়কে পরিণত হবে।

নাগরিক আন্দোলনের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, জনগুরুত্বপূর্ণ এমন একটি সিদ্ধান্ত কীভাবে জনগণের মতামত উপেক্ষা করে সিটি করপোরেশন গ্রহণ করতে পারে। এই সমঝোতা স্মারকের তীব্র নিন্দা জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “জনগণকে না জানিয়ে অপরিকল্পিত, জনস্বার্থ বিরোধী এ সকল প্রকল্প নারায়ণগঞ্জবাসী কখনো মেনে নেবে না এবং হতে দেবে না।”

RSS
Follow by Email