মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫
সাহিত্যসোশ্যাল মিডিয়া

একুশের বইমেলা স্থগিত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ‘বাংলাদেশ প্রগতি লেখক সংঘ’র

লাইভ নারায়ণগঞ্জ: ফেব্রুয়ারি মাসের অমর একুশে বইমেলার আয়োজন স্থগিত রাখার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখা। বাংলা একাডেমির এমন সিদ্ধান্তে দেশের সংস্কৃতি কর্মী ও পাঠকদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, দীর্ঘ ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে একুশের বইমেলা আজ আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের বৈচিত্র্যপূর্ণ ও অসাম্প্রদায়িক মিলনস্থল হিসেবে গুরুত্ব অর্জন করেছে।

বক্তারা বলেন, একুশে বইমেলা কেবল বই বিক্রির মেলা নয়; এর সাথে আমাদের মহান ভাষা আন্দোলন, ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৬-এর ছয় দফা, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধসহ আমাদের জাতীয় ইতিহাস ও ঐতিহ্য জড়িত। বিদেশে বসবাসরত বহু বাংলাদেশি ও বিদেশী নাগরিক এই মেলাকে কেন্দ্র করে ঢাকায় আগমনের পরিকল্পনা করেন। চিরাচরিত সময়সূচি পরিবর্তনের ফলে বহু ঘটনা ও ব্যক্তিগত সূচির বিপর্যয় ঘটবে।

সংগঠনটি মনে করে, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অজুহাতে বইমেলা স্থগিত রাখার সিদ্ধান্ত কোনোক্রমেই যুক্তিযুক্ত নয়। বক্তারা স্মরণ করিয়ে দেন, ইতোপূর্বে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার নজির থাকলেও তখন বইমেলা স্থগিত করা হয়নি। বইমেলার পাঠকের উপস্থিতি নির্বাচনের পরিবেশে কোনো বিঘ্ন সৃষ্টি করবে না।

বক্তারা আরও বলেন, নির্বাচনের পরিবেশের দোহাই দিয়ে বইমেলা স্থগিতের সিদ্ধান্তের ফলে জনমনে প্রতিভাত হচ্ছে যে, যারা বাংলা সাহিত্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনাকে পছন্দ করে না—তারা মুক্তচিন্তা ও জ্ঞান চর্চার এই ক্ষেত্রটিকে সংকুচিত করতে চাইছে।

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ প্রত্যাশা করেছে, মহান একুশে বইমেলা স্থগিত রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ সুবিবেচনার পরিচয় দেবেন এবং পাঠক, লেখক ও প্রকাশকদের প্রত্যাশা পূরণ করে বাংলা একাডেমির গৌরবময় ঐতিহ্য সমুন্নত রাখবেন।

RSS
Follow by Email