শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Led03বন্দর

একাকীত্বের ভয়াল পরিণতি: ফাঁস দিয়ে প্রাণ দিল ১৮ বছরের যুবক

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর উপজেলার দেওয়ানবাগের একটি ছোট্ট ভাড়াটিয়া ঘর। সেখানেই শেষ হয়ে গেল ১৮ বছরের এক তরুণের জীবন। তার নাম দিপু। পরিবার বলছে—সে ছিল মানসিকভাবে ভারসাম্যহীন। কেউ আবার বলছে—সে ছিল নিঃসঙ্গ, চুপচাপ, হারিয়ে যাওয়া এক ছায়া।

বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে, ঠিক কখন সেই নিঃশব্দ বিদায়ঘণ্টা বেজে উঠেছে—তা কেউ নিশ্চিত নয়। কিন্তু ঘরের ফ্যানের হুক থেকে ঝুলে থাকা তার নিথর দেহ যেন সব প্রশ্নের উত্তর দিয়ে যায়।

দিপু ঢাকার কদমতলী থানার পূর্ব দোলাইপাড় এলাকার বাসিন্দা ছিলেন। বাবা ইউসুফ মিয়া মারা গেছেন বহু আগে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দেওয়ানবাগ এলাকার জাকির মিয়ার ভাড়াটিয়া বাসায় দীর্ঘদিন একাকী বসবাস করছিলেন তিনি। খবর পেয়ে ধামগড় ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

ধামগড় ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহামুদ আলম জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। দিপুর পরিবার জানিয়েছে, সে মানসিকভাবে অস্থির ছিল। তবে আত্মহত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার পর আত্মহত্যাকারীর জামাতা ইয়াছিন আরাফাত বন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

RSS
Follow by Email