একটি অদৃশ্য শক্তির কাছে নারায়ণগঞ্জ জিম্মি: এড. মাসুম
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম বলেন, নারায়ণগঞ্জ বেঁচে থাকলে আমাদের অস্তিত্ব আছে। তবে কিছু কিছু সময় দেখা যায় এই নারায়ণগঞ্জ একটি পরিবারের কাছে জিম্মি, আবার এখন দেখা যাচ্ছে একটি অদৃশ্য শক্তির কাছে নারায়ণগঞ্জ জিম্মি। প্রশাসনের কাছে গেলে তারা মুখে হাসি নিয়ে কাপ চা দেন, তারপর সমস্যার কথা শুনে বলেন আচ্ছা আমরা বিষয়টা দেখব। পুলিশ প্রশাসনের কাছে গেলে তারা জিজ্ঞেস করে কোন থানার? আচ্ছা ওমুক থানার ওসিকে বলে দিচ্ছি। এভাবে তো সমস্যার সমাধান হয় না।
শুক্রবার (২৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে বৈশাখী টিভির ২০ বছরে পদার্পণ উপলক্ষে একটি সভার আয়োজন করা হয়। এসময় এক বক্তব্য এ কথা বলেন তিনি।
এসময় প্রেস ক্লাবের সাবেক এই সভাপতি আরও বলেন, বৈশাখীর মালিকের স্বাধীনতা নাই। আপনারা জানেন বৈশাখের মালিক ডেসটিনি করতো। তবে ভাগ্যের নির্মম পরিহাস কোন এক সুতার টানে তার জামিন হয় না। বৈশাখের মালিক জেলে থাকলেও বৈশাখী টেলিভিশন হাটি হাটি পা পা করেও টিকে আছে। নারায়ণগঞ্জের বৈশাখী টিভি জেলা প্রতিনিধি আমার অনেক স্নেহভাজনের একজন মানুষ। পূরণ কোর্ট থেকে নতুন কোর্ট যেতে ৪৫ মিনিট, ১ ঘন্টা সময় লাগে। কারণ দেখা যায় সড়কে সবাই দাড়িয়ে আছে কিন্তু বিসিক গামী ট্রাকগুলো অনবরত চলছে, তাদের থামানের কোন ইঙ্গিত নেই। রাস্তা নিয়ে যে একটা বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি এটা পরিহার করার জন্য আহ্বান জানাই। ট্রাফিক পুলিশদের দেখলে মনে হয় তারা বিপ্লবের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে।
বৈশাখী টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, নারায়নগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সোজা সাপটা পত্রিকার সম্পাদক আবু সাউদ মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈননুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী সেক্রেটারী ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোশিয়েশনের সাবেক সভাপতি শফিউদ্দিন বিটু, সিনিয়র সাংবাদিক ছড়াকার ইউসুফ আলী এটম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এডভোকেট এ বি সিদ্দিক, নারায়নগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি নাফিজ আশরাফ, নারায়নগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম, নারায়ণগঞ্জ মডেল গ্রুপের কর্মকর্তা মনির হোসেন, নারায়ণগঞ্জ জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, অনলাইন নিউজ পোটাল লাইভ নারায়ণগঞ্জের সম্পাদক কামাল হোসেন, দেশ টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসাইন, দৈনিক অগ্রবানী পত্রিকার সম্পাদক স্বপন চৌধুরী, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম।