শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
Led01রাজনীতি

একজন সাংবাদিক চেষ্টা করলেও অসত্য সত্য হয় না : কাজী মনির

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেন, ৫ আগষ্টের আগে বৈশাখীসহ সকল টিভি চ্যানেলগুলোর কথা বলার ধরন অনেকের পছন্দ হয় নাই। তবে আগামীতে তারা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। একাত্তরের দৈনিক পত্রিকা ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন। সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে তাকেও অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে। একজন সাংবাদিক চাইলেই অসত্যকে সত্য করে তুলে ধরার চেষ্টা করতে পারে তবে তাই বলে অসত্য সত্য হয়ে যায় না। একজন সাংবাদিক সমাজের আসল পরিস্থিতিকে সবার সামনে তুলে ধরতে পারে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে বৈশাখী টিভির ২০ বছরে পদার্পণ উপলক্ষে একটি সভার আয়োজন করা হয়। এসময় এক বক্তব্য এ কথা বলেন বিএনপির এই নেতা।

তিনি আরও বলেন, ঢাকা ক্লাব ও গুলশান ক্লাবের আগে নারায়ণগঞ্জ ক্লাব হয়েছে। কিন্তু আমরা পিছনে পড়েছি আমাদের ভুলের কারণে। নারায়ণগঞ্জ অনেক ঐতিহ্যবাহী একটি এলাকা। তবে এই এলাকার ঐতিহ্য কলঙ্কিত করেছে সেভেন মার্ডার। যদি আমরা নারায়ণগঞ্জকে সেই ঐতিহ্যবাহী আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে চাই তাহলে বিভাজনকে প্রশ্রয় দেওয়া যাবে না। ভুল-ত্রুটি সবকিছুর মধ্যে থাকবে, তবে সবকিছু নিয়েই চলতে হবে। আমাদের সকলের চিন্তা এক রকম হতে হবে তাহলেই আমরা একটা পরিবর্তন করতে পারবো এবং প্রশাসন আমাদের কথা শুনতে বাধ্য হবে। আমরা যদি চাই এই রাস্তাটি ওয়ান ওয়ে হবে শিশুদের স্কুলে যাওয়ার সময়, আবার অন্যান্য সময় সাধারণ থাকব। তাহলেই প্রশাসনে এটা করতে পারবে। এখন যদি এতে কেউ দ্বিমত পোষণ করেন তাহলে এটা হবে না।

কাজী মনির আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’ বলা চাটুকার সাংবাদিকদেরও আমরা দেখেছি। তবে চাটুকার পরিণতি কি সেটাও আমরা দেখেছি। এখানে মঈন ভাই আছেন, তার রাজনৈতিক চিন্তা চেতনার সাথে আমার চিন্তা ভিন্ন হতে পারে। কিন্তু আমরা তো সকলেই সমাধান এবং পরিবর্তন চাই। এই পরিবর্তনের সহায়ক হচ্ছে মিডিয়া। এরাই সৎ পথ দেখাতে পারে এরাই আবার সৎপথকে বাঁকা ভাবে দেখাতে পারে।

বৈশাখী টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, নারায়নগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সোজা সাপটা পত্রিকার সম্পাদক আবু সাউদ মাসুদ, নারায়নগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈননুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী সেক্রেটারী ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোশিয়েশনের সাবেক সভাপতি শফিউদ্দিন বিটু, সিনিয়র সাংবাদিক ছড়াকার ইউসুফ আলী এটম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এডভোকেট এ বি সিদ্দিক, নারায়নগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি নাফিজ আশরাফ, নারায়নগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম, নারায়ণগঞ্জ মডেল গ্রুপের কর্মকর্তা মনির হোসেন, নারায়ণগঞ্জ জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, অনলাইন নিউজ পোটাল লাইভ নারায়ণগঞ্জের সম্পাদক কামাল হোসেন, দেশ টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসাইন, দৈনিক অগ্রবানী পত্রিকার সম্পাদক স্বপন চৌধুরী, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম।

RSS
Follow by Email