বুধবার, নভেম্বর ৫, ২০২৫
Led03অর্থনীতিফতুল্লা

এএসবি আরএম স্টিল মিলের শ্রমিকদের মহাসড়ক অবরোধ

লাইভ নারায়ণগঞ্জ: চার মাসের বকেয়া বেতনের দাবিতেরূপগঞ্জে এএসবি আরএম নামে একটি স্টিল মিল কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে টায়ার জ্বালিয়ে ও বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক অবরোধ করায় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

উপজেলার তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বরপা এলাকায় কারখানার সামনে শ্রমিকরা এই বিক্ষোভ করেন। বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, এএসবিআরএম স্টিল মিল কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের গত চার মাসের বকেয়া বেতন ‘দিচ্ছি-দিচ্ছি’ বলে দীর্ঘদিন ধরে নানা টালবাহানা শুরু করে। মঙ্গলবার (৪ নভেম্বর) শ্রমিকদের বেতন পরিশোধের কথা থাকলেও মালিক পক্ষ তা করেনি। এ কারণে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকেন।

শ্রমিকদের এই বিক্ষোভের কারণে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ থাকে। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

পরে কারখানার মালিক আবুল কালাম শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধ করার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

কারখানার মালিক আবুল কালাম বলেন, “শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে, তাদের দাবিদাওয়া পরিশোধ করে দেব। বর্তমানে শ্রমিকরা কাজে যোগদান করেছেন।”

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম বলেন, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।”

RSS
Follow by Email