এই সরকার দেশে পরিবারতন্ত্র কায়েম করতে চায়: টিপু
লাইভ নারায়ণগঞ্জ: মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, বিনা ভোটের অবৈধ হাসিনা সরকার দেশের সকল ক্ষেত্রে শেখ পরিবারের লোকজনকে নিয়োগ দিয়ে দেশে পরিবার তন্ত্র কায়েম করতে চাচ্ছে।
শনিবার ( ৯ মার্চ ) বিকেল ৩টায় অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি। এসময় জনসংযোগে কথা বলেন এড. আবু আল ইউসুফ খান টিপু।
জনসংযোগে তিনি আরও বলেন, গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে শেখ ফজলে নূর তাপসের ভাবি এডভোকেট জুথি’র সমর্থক এবং আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সমর্থকদের মধ্যে সন্ত্রাসী কায়দায় মারামারির ঘটনা ঘটেছে। দেশের সর্বোচ্চ বিচারালয়কে তারা যে নির্লজ্জ ভাবে কলঙ্কিত করেছে তা কোনভাবেই মেনে নেয়া যায় না। এই ফ্যাসিস্ট সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য দেশের মানুষের সকল মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে চলে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনব।
কর্মসূচিতে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান,আহ্বায়ক কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, শাহিন আহমেদ, বন্দর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হারুনুর রশীদ লিটন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন, বিএনপি নেতা শেখ সেলিম আহমেদ, আলমগীর হোসেন চঞ্চল,আবুল হোসেন রিপন, নাজমুল হক, শাহাদুল্লাহ মুকুল, জাবেদ হোসেন, আনোয়ার হোসেন, নাসির উল্লাহ টিপু, শিপলু, সাইফুল ইসলাম বাবু, শিপলু, কাজী নাঈম, মোহসীন মিয়া, পলাশ প্রধান, হযরত আলী, মো. মাসুদ, শাহ্ জালাল, আরিফ, লুৎফর রহমান মন্টু, শওকত আলী লিটন, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, সাধারণ সম্পাদক মহসিন, আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন শাহ্ মিঠু, মহানগর যুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদ, নূরে এলাহী সোহাগ, সাইফুল ইসলাম আপন, পারভেজ খান, এইচ এম সৌরভ, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, মহানগর ওলামাদলের সভাপতি হাফেজ মামুনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।