এই সরকারের আমলে নির্বাচিত মেয়র-চেয়ারম্যানদের প্রত্যাখ্যান করবেন: গিয়াসউদ্দিন
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আওয়ামী লীগ সরকার যখন একটি অবৈধ নির্বাচনের ঘোষণা দেয়, আমাদের কথা ছিলো; কেউ এই অবৈধ নির্বাচনে অংশ নিতে পারবে না। অনেকে মেয়র পদে, অনেকে চেয়ারম্যান পদে নির্বাচন করে জনপ্রতিনিধি হয়েছে। তারা এই বিজয়কে পুজি করে, তারাও আজকে আনন্দ উৎসব করতেছে। তারা নির্লজ্জ বেহায়া। তাদেরকে প্রত্যাখ্যান করবেন। আমার দলের কোন নেতাকর্মী যদি মেয়র, চেয়ারম্যান, মেম্বারদের সাথে যোগসাজশ করেন, তাহলে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার দায়ে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সিদ্ধিরগঞ্জে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালনকালে তিনি এইসব কথা বলেন।
গিয়াসউদ্দিন বলেন, এই ফতুল্লায় যারা আমার নেতাকর্মীর উপর অস্ত্র উচিয়ে হামলা করেছে, শামীম ওসমানের দোসর হিসেবে সেখানে কাজ করেছে, উপজেলা চেয়ারম্যানের পদ পেয়েছে; তারা আজ আমাদের নেতাকর্মীদের ডাকে। তাদেরকে প্রতিহত করতে হবে। আমার দলের যে নেতাকর্মীরা সেখানে যাবে, তাদের দল থেকে বহিস্কার করা হবে। গতকাল কি বলেছে আর আজকে কি বলে, আমাদের কাছে সব ডকুমেন্ট আছে।
নারায়ণগঞ্জের বিভিন্ন হত্যার বিচারের দাবি জানিয়ে গিয়াসউদ্দিন বলেন, নারায়ণগঞ্জে ত্বকী হত্যাকান্ডসহ অনেক হত্যাকান্ড হয়েছে, যার আজও বিচার হয় নাই। এই সন্ত্রাসীরা এগুলো করেছে। আমি বর্তমান সরকারের কাছে বলতে চাই, নারায়ণগঞ্জে যতগুলো হত্যাকান্ড হয়েছে সেগুলোর তদন্ত করে আপনারা ন্যায় বিচার করুন। আমরা আইনকে হাতে তুলে নিতে চাই না। আমরা কাউকে খুনি বলতে চাই না। এই স্বৈরাচার সরকার যখন ক্ষমতায় ছিলো, তখনই তদন্ত হয়েছে। তখনই চার্জশীট তৈরি হয়েছে। আমরা তা প্রকাশ করতে বলি আজকে। সেই সরকারের সময় যেই তদন্ত হয়েছে, সেই রিপোর্টের মাধ্যমে আমরা বিচার চাই। আমরা নতুন দাবি দেই না, কাউকে আমরা অভিযুক্ত করতে চাই না। তাদের সরকার যাদের অভিযুক্ত পেয়েছে, তাদের বিরুদ্ধে আজ আমরা বিচার চাই।
তিনি আরও বলেন, এই দেশে যারা নির্যাতনের শিকার হয়েছে, সেই সকল নির্যাতিত ব্যক্তিরা অন্যায়কারীর বিচার চায়। আমরা এই সরকারকে সহযোগীতা করতে চাই। দেশ নায়ক তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ন্যায় ভিত্তিক যে কাজ করবে তাতে আমাদের সমর্থন থাকবে। আমরা আইন হাতে তুলে নিবো না। কিন্তু অপরাধীরা যেখানে অপরাধ করেছে, এর যাতে উপযুক্ত বিচার হয় এর জন্য আপনারা ব্যবস্থা নিবেন।
এসময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, এনসিসি ২নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।