বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫
শিক্ষা

এইচএসসি ফলাফল বিপর্যয় ২৩ প্রতিষ্ঠানে কারণ জানতে চাইল শিক্ষা অফিস

লাইভ নারায়ণগঞ্জ: এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণ জানতে চেয়ে নারায়ণগঞ্জ জেলার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে জেলা শিক্ষা অফিস। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিনটি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে পাসের হার শতভাগ অকৃতকার্য।

শিক্ষা কর্মকর্তারা বলছেন, শিক্ষক ঘাটতি, প্রতিষ্ঠানের প্রশাসনিক দুর্বলতা এবং শিক্ষার্থীদের অনাগ্রহই এবারের খারাপ ফলাফলের মূল কারণ বলে প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছে। তবে, বিস্তারিত তদন্ত করে তা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, এ বছর জেলার গড় পাসের হার নেমে এসেছে ৫৩ শতাংশে, যা গত বছরের তুলনায় ২৩ শতাংশ কম। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমে দাঁড়িয়েছে ৩২১ জনে, যেখানে গত বছর ছিল ৯৪৫ জন।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২৩ হাজার ১৬২ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে এইচএসসিতে ২১ হাজার ৭৭৮ জন, আলিমে ৯১৩ জন এবং ভোকেশনাল শাখায় ৪৭৫ জন। মোট উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৪০০ জন।

শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, নব কিশলয় হাই স্কুল অ্যান্ড গার্লস কলেজ (রূপগঞ্জ): এই প্রতিষ্ঠানের ২৫ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। প্রত্যেকেই ইংরেজি বিষয়ে ফেল করেছেন এবং অর্ধেক পরীক্ষার্থী ইংরেজি ও আইসিটি উভয় বিষয়ে অকৃতকার্য। এটি এমপিও-ভুক্ত প্রতিষ্ঠান।

আব্দুল আজিজ মিয়া আয়েশা খাতুন কলেজ (রূপগঞ্জ): এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থীও ফেল করেছেন।

ঢাকেশ্বরী মিলস স্কুল অ্যান্ড কলেজ (বন্দর): এ প্রতিষ্ঠানের তিনজন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন এবং তিনজনই অকৃতকার্য হয়েছেন।

জেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান জানান, ফলাফল বিপর্যয়ে তারা বেশ বিব্রত। বিগত বছরগুলোতে এত খারাপ ফলাফল হয়নি। তিনি বলেন, অকৃতকার্য অধিকাংশেরই একটি বিষয় কমন— ইংরেজি।

তিনি আরও জানান, শতভাগ অকৃতকার্য তিনটির বাইরে আরও বিশটি প্রতিষ্ঠানের প্রধানের কাছে ফলাফল বিপর্যয়ের কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে একটি সভাও হয়েছে। আতিকুর রহমান বলেন, “ফলাফল বিপর্যয়ের কারণ হিসেবে কিছু বিষয় আইডেন্টিফাই হয়েছে। বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে কাজ করা হবে এবং অবস্থার উন্নতির জন্য কার্যকরী পদক্ষেপ নেবো।”

RSS
Follow by Email