শনিবার, অক্টোবর ১৮, ২০২৫
শিক্ষা

এইচএসসি ফলাফলে শীর্ষে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ

লাইভ নারায়ণগঞ্জ: ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে নারায়ণগঞ্জ জেলায় অভাবনীয় সাফল্য অর্জন করে প্রথম স্থান অধিকার করেছে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ। পাশের হারের বিবেচনায় কলেজটি জেলার মধ্যে শীর্ষে অবস্থান করছে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর কলেজটি থেকে মোট ৩৬০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ৩৫৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার দাঁড়িয়েছে ঈর্ষণীয় ৯৯.৭২%।

ফলাফলের পরিসংখ্যানে আরও দেখা যায়, কলেজটির ১৮ জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ (A+) অর্জন করেছে। মোট পরীক্ষার্থীর ৫% শিক্ষার্থী এই সর্বোচ্চ গ্রেড লাভ করেছে।

এই গৌরবোজ্জ্বল ফলাফলের জন্য গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি শিক্ষকমণ্ডলী, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের নিরলস প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের ফলেই এই অসাধারণ ফল অর্জন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও কলেজটি এই সাফল্যের ধারা অব্যাহত রাখবে।

RSS
Follow by Email