এইচএসসি পরীক্ষা হলে গাঁজা ও নকল উদ্ধার, ৬ মাসের কারাদন্ড
লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে এইচএসসি পরীক্ষার হলে মুঠোফোন, নকলের চিরকুট ও গাঁজার পুরিয়াসহ ম্যাজিস্টেটের হাতে আটক হয় ৩ পরীক্ষার্থী। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজের হলে এমন ঘটনা ঘটে।
পরিক্ষার হল পরিদর্শনকালে গাঁজাসহ আটককৃত পাঁচরুখি বেগম আনোয়ারা কলেজের শিক্ষার্থী শ্রাবন মোল্লাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিস্টেট সহকারী কমিশনার ভূমি সিমন সরকার। নকলে জড়িত থাকায় ২ শিক্ষার্থীকে বহিস্কার করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল।
এ ঘটনায় কেন্দ্র সচিব ও ভুলতা স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা জানান, আজ এইচএসসি ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলছিলো। অসাবধানতাবশত শ্রাবন মোল্লা নামের পরীক্ষার্থী মাদকসহ হলে প্রবেশ করে। যা অন্যায়। এ সময় পাঁচরুখি কলেজের শ্রাবনকে মাদক আইনে ৬ মাসের কারাদন্ড এবং একই কলেজের পরীক্ষার্থী সাইদ ও সলিমদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী তরিকুল ইসলাম তুরজুকে নকলের দায়ে বহিস্কার করা হয়।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, পরীক্ষা হলে নকলের চিরকুট,মুঠোফোন নিয়ে প্রবেশ করায় ২ জনকে বহিষ্কার ও এলজনকে গাঁজাসহ পেয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের সাজা দেয়া হয়েছে। এ উপজেলার ৮ টি কেন্দ্রেই নকলমুক্ত পরিবেশ করতে কাজ করছি।গত এসএসসি পরীক্ষায়ও আমরা এ বিষয়ে কঠোর অবস্থানে ছিলাম।