এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুফতি মাদানী
লাইভ নারায়ণগঞ্জ: ২০২৫ সালের এইচএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি ইসমাইল সিরাজী আল মাদানী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পরীক্ষার ফল প্রকাশের পর এক বিবৃতিতে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট শিক্ষানুরাগী এই আলেম শুভেচ্ছা জানান।
তিনি বলেন, “শিক্ষার্থীরা আমাদের গর্ব, আর তারা যখন ভালো ফলাফল করে, সেটা আমাদের জন্য গৌরবের। কৃতি শিক্ষার্থীরাই এই দেশকে এগিয়ে নিয়ে যাবে।”
উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুফতি ইসমাইল সিরাজী আল মাদানী বলেন, “তোমাদের স্বপ্নে সাজুক পৃথিবী, পৃথিবী হাসুক তোমার সফলতায়। তাই দেশের মঙ্গলের জন্য নিজের মেধা ব্যয় কর।”