এইচএসসিতে পাশের হারে এগিয়ে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ
লাইভ নারায়ণগঞ্জ: এইচএসসিতে পাশের হারে অন্যান্য সকল কলেজকে ছাড়িয়ে শীর্ষ অবস্থানে রয়েছে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ। মঙ্গলবার (১৫ অক্টোবর) ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
এবছর গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ থেকে ২৯৯ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করে। এর মধ্যে ২৯৮ জন ছাত্র-ছাত্রী উর্ত্তীন হয়। সেই সাথে ৯৪ জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ লাভ করে। এতে পাশের হার দাঁড়ায় ৯৯.৬৭% এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৩১.৪৪%। পাশের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির হার বিবেচনায় নারায়ণগঞ্জ জেলায় শীর্ষে রয়েছে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ।
ফলাফলে এ গৌরবোজ্জ্বল সাফল্যে কলেজের শিক্ষকমন্ডলী, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা,অধ্যক্ষ ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন।