ঋণ নীতিমালায় শিল্প বন্ধ হচ্ছে, খেলাপি বাড়ছে: মোহাম্মদ হাতেম
লাইভ নারায়ণগঞ্জ: দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংকের ঋণ নীতিমালা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং এক্সপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) এর সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, ঋণের কিস্তি পরিশোধের সময় কমিয়ে আনায় শিল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং ঋণখেলাপির সংখ্যা বাড়ছে। তার মতে, উদ্যোক্তাদের বাঁচিয়ে রেখে ধীরে ধীরে ঋণ আদায় করা উচিত।
বুধবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বেসরকারি টেলিভিশনের টকশো’র ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ হাতেম বলেন, “ঋণ পরিশোধের জন্য আগে দীর্ঘ সময় ছিল। কিন্তু বর্তমানে যে নীতি গ্রহণ করা হয়েছে, তা দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট ও অর্থনৈতিক অবস্থার জন্য সঠিক নয়।” তিনি আরও বলেন, “এখন যে পলিসিতে যাওয়া হয়েছে, এতে করে ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, উদ্যোক্তারা ঋণখেলাপি হচ্ছেন এবং ব্যাংকও তাদের টাকা পাচ্ছে না। এতে করে দেশেরই ক্ষতি হচ্ছে।”
তিনি বাংলাদেশ ব্যাংককে এই নীতিগুলো পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করেন। তার মতে, কোনো প্রতিষ্ঠান ওভার ডিউ দেখালেই তার সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে, যা তাকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করছে। তিনি বলেন, “আপনি তো আর কাউকে গলা টিপে হত্যা করে টাকা উদ্ধার করতে পারবেন না। আপনাকে তাকে বাঁচিয়ে রেখে আস্তে আস্তে টাকাটা উদ্ধার করতে হবে।”
সম্প্রতি অর্থনীতিবিদ সেলিম রায়হান মন্তব্য করেছিলেন যে, ‘বাংলাদেশের পোশাক মালিকরা রাষ্ট্রকে কব্জা করে ফায়দা নিচ্ছে’। এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে মোহাম্মদ হাতেম বলেন, “আমি দীর্ঘ ৩৮ বছর ধরে এই সেক্টরে কাজ করছি। এই সেক্টরের প্রতিটা মালিকের সঙ্গে আমার যোগাযোগ আছে।”
তিনি আরও বলেন, “যে পরিমাণ পরিশ্রম এই সেক্টরের উদ্যোক্তারা করে এবং যে পরিমাণ ‘হেডেক’ আমরা ফেস করি, আমার মনে হয় না অন্য কোনো সেক্টরে এত ‘হেডেক’ নিয়ে কেউ ব্যবসা করে।” তিনি অর্থনীতিবিদকে তার মন্তব্য করার আগে পোশাক খাতের বাস্তবতা দেখার আহ্বান জানান। হাতেম বলেন, “আমি এত বড় একটা সেক্টরের লিডারের দায়িত্বে আছি, আমার সঙ্গে উনি কখনো কথা বলেননি। যদি এমন কথা আসলেই তিনি বলে থাকেন, তাহলে আমি এটার তীব্র নিন্দা জানাই।”