মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led04আড়াইহাজারজেলাজুড়েরাজনীতি

উপজেলা নির্বাচনে আড়াইহাজারে জিতলেন যারা

লাইভ নারায়ণগঞ্জ: অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়েছেন মোট ৩ জন প্রার্থী। এর নির্বাচনের প্রার্থীতা বাতিলের পর ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী ছিলেন। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলেছে ভোটগ্রহণ করা হয়। পরে ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল অনুযায়ী, চেয়ারম্যান পদে ১ লাখ ১৫ হাজার ২৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন সাইফুল ইসলাম। চেয়ারম্যান পদে অপর প্রার্থী শাহ জালাল পেয়েছেন ১৩ হাজার ১৩২ ভোট, কাজী সুমন ইকবাল পেয়েছেন ১ হাজার ৯৯৭ ভোট।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা লীগ নেত্রী শাহিদা মোশারফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাচনে ১ লাখ ৩১ হাজার ৫০৩ টি ভোট কাস্ট করা হয়। যার মধ্যে বাতিল হয় ১ হাজার ১২২টি ভোট। বৈধ হয় ১ লাখ ৩০ হাজার ৩১৮টি ভোট।

RSS
Follow by Email