উন্মুক্ত পরিবেশে কঠিন বর্জ্য ফেলে রাখায় আর বি কনকাস্ট‘র জরিমানা
লাইভ নারায়ণগঞ্জ: উন্মুক্ত পরিবেশে কঠিন বর্জ্য ফেলে রাখার দায়ে রূপগঞ্জে আর বি কনকাস্ট রি-রোলিং মিলস নামে এক কারখানাকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রূপগঞ্জের ভুলতায় বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং‘র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার‘র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ ও সহকারী পরিচালক মো: মোবারক হোসেন এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ লাইভ নারায়ণগঞ্জকে জানান, উন্মুক্ত পরিবেশে কঠিন বর্জ্য ফেলে রাখায় কারখানাটি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৩) ধারা লংঘন করে। এক্ষেত্রে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক মেসার্স আর বি কনকাস্ট রি রোলিং নামক কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে কারখানা কর্তৃপক্ষকে কঠিন বর্জ্য উন্মুক্ত পরিবেশে না রাখার নির্দেশনা দেওয়া হয়।
তিনি আরও জানান, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারাখানা-প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।