সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led02সদর

উকিলপাড়া থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ : নগরীর উকিলপাড়ার ফুল কুটির ভবন থেকে এক অর্ধবয়স্কো ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০ টায় ওই ভবনের ১২ তালার এক নির্মাণাধীন ফ্ল্যাট থেকে এই লাশ উদ্ধার করা হয়। এই ভবনটিতে টপ টেনের শোরুম রয়েছে, অনেকে এটিকে টপ টেন ভবন বলেও চিনে।

নিহত ওই ব্যক্তি হলেন জসিম বেপারী (৪৫) মাদারীপুরের শিবচর এলাকার বাসিন্দা ও একই ভবনের ৭ম তালার এক ফ্ল্যাটের মালিক। নিহত জসিম টানবাজার এলাকার সুতার ব্যবসায়ী।

নিহত জসিম বেপারীর স্বজনেরা লাইভ নারায়ণগঞ্জকে বলেন, দুপুর ৩ তার পর থেকে তার খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও বন্ধ আসে। পরবর্তীতে খবর আসে এই বিল্ডিংয়ের ১২ তলায় তার লাশ পাওয়া গেছে। জসিম ভাইয়ের ২ টা ১০ ও ১৪ বছরের মেয়ে আছে। ব্যবসায়িক কিছু ঋণ ছিল। সেখানে কেন এমন হলো কিছুই বলতে পারছি না।

RSS
Follow by Email