বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫
Led03সদর

উকিলপাড়ায় হকারের ঘুষিতে বিমান নিহত

লাইভ নারায়ণগঞ্জ: শহরের উকিলপাড়া ফুটপাতে দখলদারিত্ব নিয়ে ঝগড়ায় এক হকারের ঘুষিতে বিমান ওরফে ইমান (৩৮) নামে আরেক হকার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নাছির আহমদ।

নিহত হকার বিমান ওরফে ইমান সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকার মৃত লুৎফরের ছেলে।

নিহতের স্ত্রী রোকেয়া বেগম জানান, তার স্বামী ইমান ফুটপাতে মেহেদি ফুল বিক্রি করতেন। গত কয়েকদিন ধরে আফজাল নামের এক হকার নেতা ইমানের জায়গায় গাউছ নামে আরেকজনকে বসানোর চেষ্টা করছিল। সকালে ইমান তার মেহেদি বিক্রি করার সময় গাউছ এসে তার মেহেদি ফেলে দেয়। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে গাউছ তাকে ঘুষি মারলে ইমান মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহরের ৩০০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিনয় বাড়ৈ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত গাউছকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতী চলছে।

RSS
Follow by Email