ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে ফতুল্লার বিসিকে ওয়াজ মাহফিল
লাইভ নারায়ণগঞ্জ: পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ফতুল্লার শাসনগাও শাহি মসজিদ যুব উন্নয়ন মিলাদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে ২৭তম বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা সহ সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) রাতে ফতুল্লার বিসিক শিল্পনগরীর ১নং গেইটে একদিন ব্যাপী ওয়াজ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ওয়াজ দোয়ার মাহফিল অনুষ্ঠানে এনায়েতনগর এলাকার বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহি মসজিদের সাবেক ইমাম ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাওলানা রুহুল আমিন।
ওয়াজ মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম যুক্তিবাদী, নরসিংদী। আরো ওয়াজ করেন আলহাজ্ব মুফতি আবদুস সবুর কাসেমী, মুফতি রেজাউল করিম মাহমুদী, আলহাজ্ব মুফতি আল-আমিন শেখ।
অনুষ্ঠানে হাফেজ মাওলানা মান্নান ও হাফেজ মেরাজ হোসেনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন মুসলে উদ্দিন সরদার, আলহাজ্ব সফি হোসেন সরদার, ইউপি সদস্য আকতার হোসেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন শাহাদুল্লাহ, বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুল হামিদ, শহিদুল ইসলাম নান্নু, বাবুল সরদার সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।