মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led01Led02আদালত

ইয়ার্ন মার্চেন্টের সভাপতিকে দুই দিনের রিমান্ডে নিয়েছে ‘ডিবি’

লাইভ নারায়ণগঞ্জ: সুতা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহাকে রিমান্ডে নিয়েছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)। একটি হত্যা মামলায় আদালত ২ দিনের রিমান্ড মঞ্জু করে।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বেলায়েত হোসেনের আদালত ওই রিমান্ড মঞ্জুর করেন। রবিবার (৩ নভেম্বর) সকালে তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ ইন্সপেক্টর (পরিদর্শক) মো. কাইয়ুম খাঁন।

তিনি বলেন, সুতা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হয়েছে। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বেলায়েত হোসেন স্যারের আদালতে তাকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে ডিবি কার্যলয়ে আছেন তিনি।

এর আগে, লিটন সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য ১ নভেম্বর শুক্রবার রাতে রাজধানীর বেইলী রোডের বাসা থেকে লিটন সাহাকে গ্রেপ্তার করে ডিবির একটি পরিবর্তে টিম।

RSS
Follow by Email