রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
জেলাজুড়েরাজনীতিরূপগঞ্জ

ইসিকে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করার আবেদন তৈমূরের

লাইভ নারায়ণগঞ্জ: দ্বাদশ জাতীয় নির্বাচকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনকে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করার আবেদন করে তৃণমূল বিএনপির মহাচিব তৈমূর আল খন্দকার। নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হওয়ার প্রতিবন্ধকতা সম্পর্কে অবহিত করার জন্য এ আবেদন করেন তিনি।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ১ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী তৈমূর আল খন্দকারের স্বাক্ষরিত এক বার্তা এ তথ্য জানানো হয়।

আবেদনে তিনি উল্লেখ , “দ্বাদশ জাতীয় নির্বাচনে তৃণমূল বিএনপি মনোনীত ১৩৭ জন প্রার্থীদের প্রতিদন্ধিতা করছে। একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাববিহীন নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আপনি ও কমিশন জাতির নিকট প্রতিশ্রুতিবদ্ধ। চলমান নির্বাচনী প্রচার কার্যক্রমে বিভিন্ন প্রতিবন্ধতা সম্পর্কে আপনাকে অবহিত করার জন্য আপনার নির্ধারিত তারিখ ও সময়ে জরুরী ভিত্তিতে আপনার সাথে সাক্ষাৎ করা প্রয়োজন। সে মতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।” সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

RSS
Follow by Email