ইসলাম বিজয়ী হোক এটা মানুষের জাতীয় দাবিতে পরিণত হচ্ছে: মুফতি মাসুম বিল্লাহ
লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, স্বৈরাচার পতনের পর থেকে দেশের মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে। ইসলাম বিজয়ী হোক এটা এখন এদেশের গণমানুষের জাতীয় দাবিতে পরিণত হচ্ছে। এদিকে ইসলামের গণজোয়ার ঠেকাতে একদল স্বার্থান্বেষী মহল ইসলাম সম্পর্কে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি যে রাষ্ট্রে ইসলাম বিজয়ী হলে সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।
সম্প্রতি চরমোনাইর বাৎসরিক মাহফিল থেকে ফেরার পথে যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বস্তুবাদী রাজনৈতিক সংগঠনগুলো ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী তৈরীর কারখানায় পরিণত হয়েছে। কিন্তু দেশের ভবিষ্যৎ নেতৃত্ব প্রদানে আদর্শিক জনশক্তি উৎপাদনে নিরলস কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আমাদের স্লোগান হচ্ছে সাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন। তাই সাহাবাদের চরিত্রে মানব জীবন গঠন করার লক্ষ্য উদ্দেশ্য থেকে কখনোই দূরে সরা যাবে না। বরং যেভাবে স্বৈরাচার পতনে কাজ করেছে সেভাবেই দেশ গড়ার জন্য ছাত্র সমাজকে প্রস্তুতি নিতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, নগর সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, শহর শাখার সভাপতি আলহাজ্জ আ. সোবহান, সেক্রেটারি আ. রহমান রোমান,
ডা. মিজানুর রহমান, এইচ এম মিরাজুল ইসলাম, আমির হোসাইন প্রমুখ।