শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
জেলাজুড়েসদর

ইসলামী শ্রমিক আন্দোলন‘র দাওয়াতি পক্ষ কর্মসূচি অব্যাহত

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন ১৪নং ওয়ার্ডে ইসলামী শ্রমিক আন্দোলনের সদস্য সংগ্রহ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ হাবিব কর্মসূচীর নেতৃত্ব দেন।

এবিষয়ে তিনি বলেন, পীর সাহেব চরমোনাই ঘোষিত ১৫-২৯ ফেব্রুয়ারি দাওয়াতি পক্ষের কার্যক্রম অব্যাহত রয়েছে। আজ নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন ১৪নং ওয়ার্ডে সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করা হয়। অনেক নতুন ভাই ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মসূচির উপর একমত হয়ে সদস্য ফরম পূরণ করে সদস্য হন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শাখার সভাপতি আলহাজ্ব আ. সোবহান, শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক মুহা. আমীর হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ।

RSS
Follow by Email