শুক্রবার, মে ২, ২০২৫
Led03রাজনীতি

ইসলামী শ্রমনীতির মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার সম্ভব: হাফিজুর রহমান

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে সোনারগাঁয়ের কাঁচপুর বাসস্ট্যান্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান জোর দিয়ে বলেন, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই শ্রমিকদের প্রকৃত ও ন্যায্য অধিকার আদায় করা সম্ভব।

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় হাফিজুর রহমান স্বাধীনতার ৫৩ বছরে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন না হওয়ার প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “স্বাধীনতার ৫৩ বছরে বিভিন্ন সরকারের কাছে উন্নয়নের বুলি ছাড়া আর কিছু শুনিনি। আমাদের এই নারায়ণগঞ্জ শহরে একসময় আদমজী জুট মিল, করিম জুট মিল, বাওয়ানী জুট মিল সহ অনেকগুলো জুট মিল ছিলো। প্রত্যেকটা জুট মিলে প্রায় ১০/১২ হাজার করে শ্রমিক ছিলো। এই পাটকলগুলো শ্রমিকের জন্য বন্ধ হয়নি, বন্ধ হয়েছিল দুর্নীতিবাজ কর্মকর্তা আর নেতৃত্বের নামে চোর, বাটপারদের জন্য।”

শ্রমিক নেতাদের সমালোচনা করে তিনি বলেন, “অনেকেই শ্রমিকদের অধিকারের কথা বলে, কিন্তু আজও পর্যন্ত শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হয়নি। আমাদের দেশে এক সময় লাল পতাকাধারী নেতারা বক্তৃতা দিতো, ‘কেউ থাকবে পাঁচ তলায় আর কেউ থাকবে বাঁশ তলায় তা হবেনা’ – এই বলে তারা কোটিপতি বনে গিয়েছিল। কিন্তু শ্রমিকদের কোনো ভাগ্য বদল হয়নি। সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে আজ শ্রমিকরা দিশেহারা।”

হাফিজুর রহমান শ্রমিক কল্যাণ ফেডারেশনের আদর্শ তুলে ধরে বলেন, “শ্রমিক কল্যাণ ফেডারেশন এমন এক শ্রম নীতি চায়, যেখানে মালিক আর শ্রমিকের মধ্যে কোনো ভেদাভেদ থাকবেনা। আমাদের দেশের নেতারা মালিকের বিরুদ্ধে শ্রমিকদের ক্ষেপিয়ে দিয়ে মিল কারখানা ধ্বংস করছে, পক্ষান্তরে শ্রমিক কল্যাণ ফেডারেশন বলছে মালিক শ্রমিক ভাই ভাই, উন্নয়নের বিকল্প নাই।”

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ রিদওয়ানুল আযীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা নির্বাহী সদস্য মোঃ আব্দুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক আমিন আহমেদ মাস্তান, জেলা সহ-সভাপতি আব্দুল মজিদ সিকদার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সহ সেক্রেটারি আবু সাঈদ মুন্না।

এছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সদর দর্জি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ভূইয়া, রূপগঞ্জ রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রুহুল আমিন, ফতুল্লা দক্ষিণ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজ উদ্দিন বাবুল এবং সোনারগাঁ উত্তর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. হুমায়ূন কবির।

আলোচনা সভা শেষে এক বিশাল র‍্যালি মদনপুর হয়ে কাঁচপুর বাসস্ট্যান্ডে এসে সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

RSS
Follow by Email