সোমবার, আগস্ট ১১, ২০২৫
ধর্ম

ইসলামী ছাত্র আন্দোলনের যৌথ সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকেল ৩টায় এই সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সভাপতি মুহাম্মাদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম।

সভায় সভাপতি মুহাম্মাদ আলী বলেন, “৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে আমরা তৃণমূলের দায়িত্বশীলদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করব।”

এই তথ্য নিশ্চিত করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলার তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ রমজান আলী।

RSS
Follow by Email