শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
রাজনীতি

ইসলামী আন্দোলনের সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা ও প্রচারপত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি: পীর সাহেব চরমোনাইর আহবানে আগামী শুক্রবার ঢাকায় জাতীয় মহাসমাবেশ করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য ঢাকায় জাতীয় মহাসমাবেশ সফল করার উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আজ ১ নভেম্বর বাদ আসর বিশেষ প্রস্তুতি সভা ও শহরে ব্যাপক প্রচারপত্র বিলি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও নেতৃবৃন্দ।

ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবীতে জাতীয় মহাসমাশে সভাাপতিত্ব করবেন, দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

এসময় আরও উপস্থিত ছিলেন, নগর সহ-সভপতি নুর হোসেন, এসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাও. আ. হান্নান, শ্রমিক আন্দোলন নগর সেক্রেটারি ফারুক হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার লিখিত অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। নারী ও শিশু ব্যতিত কেউ ঘরে থাকতে পারবে না। তাই সকল নেতা কর্মীকে উক্ত সমাবেশ সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহবান জানান।

RSS
Follow by Email