রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫
রাজনীতি

ইসলামী আন্দোলনের শহর শাখার পুর্নাঙ্গ কমিটি গঠন ও শপথ গ্রহন

লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলনের শহর শাখার পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় শহর কার্যালয়ে এ শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি গাজী মুহাম্মাদ তারেক হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. সাইম হুসাইন এর সঞ্চালনায় নব গঠিত পুর্নাঙ্গ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি তার বক্তব্যে বলেন, ইসলাম দেশ ও মানবতার কল্যানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সকল নেতাকর্মীদের সর্বদা সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে এই দেশ, মাটি এবং মানচিত্র আমাদের সকলের তাই এ দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে ঐক্য বদ্ধ ভাবে রুখে দিতে হবে। মনে রাখতে হবে এদেশ ৩৬ জুলাই-২৪ এ ছাত্র জনতার আন্দোলনে হাজারো শহীদের রক্তে অর্জিত নতুন একটি স্বাধীন দেশ বর্তমানে যারা চুরি, ছিনতাই, চাঁদাবাজী করছে তারা যে দলের লোকই হোক না কেনো। সাধারণ মানুষ শান্তিতে বসবাস করুন তারা সেটা চায় না। তাই সে সকল সন্ত্রাসী চাঁদাবাজদের রুখে দেওয়ার দায়িত্ব আমার আপনার তরুণ প্রজন্মের। এ দেশেকে সুখী সমৃদ্ধিশালী ও কল্যান রাস্ট্র হিসেবে গড়তে ইসলামী নীতি আদর্শ ব্যতিত অন্য কোন নীতি আদর্শ হতে পারে না। তাই আমাদেরকে ইসলামের সুমহান আদর্শ সকল ছাত্র জনতার মাঝে পৌঁছে দিতে হবে। বক্তব্য শেষে তিনি পুর্নাঙ্গ কমিটির সকলকে শপথ পাঠ করান

শহর শাখার পুর্নাঙ্গ কমিটির সভাপতি হলেন গাজী মুহাম্মাদ তারেক হাসান। বাকিরা হলেন সহ সভাপতি সোহাইম আহমাদ, সাধারণ সম্পাদক মুহা. সাইম হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহা. রিয়াদ হুসাইন, প্রশিক্ষণ সম্পাদক মুহা. রুহুল আমিন, দাওয়াহ সম্পাদক মুহা. আবু সাইদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহা. আলিফ রহমান, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহা. নাঈম হুসাইন, অর্থ ও কল্যান সম্পাদক মুহা. জাবের হুসাইন, কওমি মাদ্রাসা সম্পাদক মুহা. মিরাজুল ইসলাম, আলিয়া মাদ্রাসা সম্পাদক জুবায়ের হুসাইন আলভি, কলেজ সম্পাদক জাহিদুল ইসলাম, স্কুল সম্পাদক জারিফ হুসাইন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহা. হুজাইফা, সদস্য মুহা. ইমতিয়াজ আহমেদ।

RSS
Follow by Email