বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
জেলাজুড়েফতুল্লারাজনীতি

ইসলামী আন্দোলনের মাসিক বৈঠক অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ উদ্যোগে মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার শিবুমার্কেট এলাকায় মসিক বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম ও সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মুহাম্মদ জাহাঙ্গীর কবির।

সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বলেন, জাতির এ ক্লান্তিলগ্নে কিছু কুচক্রী মহল অসৎ উদ্দেশ্য হাসিলে ব্যস্ত। কারণ তাদের মাঝে কোন নৈতিকতা নেই। যারা এহেনো কাজে ব্যস্ত তাদের উদ্দেশ্যে করে বলেন, যদি আপনারা সংশোধন না হন তাহলে আমরাও ছাত্র-জনতাকে নিয়ে কঠিন অবস্থানে যাবো। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে অতীতের সকল গ্লানি ভুলে সঠিকভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ এ কথা আপনারা প্রমাণ করুন।

মাসিক বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ আব্দুর রশীদ, মাওলানা শফিকুল ইসলাম, ওমর ফারুক, আমান উল্লাহ, ফারুক আহমেদ মুন্সী, জোবায়ের হোসাইন, মামুনুর রশীদ, আবুল হোসেন, ডা. আব্দুল্লাহ মো. হাসান, আবদুল হান্নান, নুরুল আমিন, ওসমান গনি, কাজী কামরুজ্জামান, শফিকুল ইসলাম খোকন, আনোয়ার হোসেন প্রমুখ।

RSS
Follow by Email