রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
জেলাজুড়েধর্মফতুল্লারাজনীতি

ইসলামিক ফাউন্ডেশনের সাথে ইসলামী আন্দোলনের সৌজন্য সাক্ষাৎ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ইসলামী আন্দোলন। বুধবার (২১ আগস্ট) সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক মো. জামাল হোসেন এর সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন।

সাক্ষাতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তারা জানায়, ৫ আগস্টের পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কর্মীরা পুলিশ লাইন, বিভিন্ন মন্দির পাহারা, রাতে এলাকা পাহারা, ট্রাফিকের কাজে সহায়তাসহ সেবামূলক কাজে জড়িত ছিল। পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কথা বলেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সহ সভাপতি নুর হোসেন, সেক্রেটারি সুলতান মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক মুহা ইসমাইল, যুব আন্দোলন নগর সভাপতি হাফেজ রবিউল আলম।

RSS
Follow by Email